
অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ২৯শে জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে অভিবাসীদের কুয়েত ত্যাগের নির্দেশ দিয়েছেন। এটিকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যা স্বস্তি এনে দিয়েছে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের মাঝেও।
কুয়েতে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন। এতে তারা দেশে ফিরতে পারছেন না। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার পর আশার আলো দেখছেন অনেকেই।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবৈধ অভিবাসীদের জন্য দেশটির সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে সময় সংবাদকে বলেন, এর ফলে বাংলাদেশিরা চাইলে দেশে যেতে পারবেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানান, আগেই বিষয়টি জানতে পারলেও এখন তা নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ২০১৬ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার। তবে সেসময় ঘোষণাটি কার্যকর হয়নি। এবারের ঘোষণায় বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা প্রতিদিনের জন্য ২ কুয়েতি দিনার জরিমানা দিয়ে আকামা নবায়ন করতে পারবে।
এছাড়াও অবৈধ অভিবাসীরা বিনা জরিমানায় কুয়েত ত্যাগ করতে পারবেন।