
ভারতের সপ্তম জাতীয় সাংস্কৃতিক উৎসবে মূকনাটক পরিবেশন করবে গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দল। ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আমন্ত্রণে গত ৩ জানুয়ারি মুক্তমঞ্চ নির্বাক দলের সদস্যরা দেশ ত্যাগ করেন।
উৎসবটির আয়োজন করেছে ওই দেশটির হালিশহরের রংতাল থিয়েটার। পৃষ্ঠপোষকতায় রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়।
বাংলাদেশ মূকাভিনেতা মূক্তমঞ্চ নির্বাক দলের সভাপতি ও মূকাভিনয় ফেডারেশনের অর্থ সম্পাদক মো. শহিদুল হাসান শামীম জানান, ৭ জানুয়ারি ভারতের নৈহাটি ঐক্যতান মঞ্চে সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চ নির্বাক দল মূকনাটক দ্য ডেথ অব হিউম্যানিটি পরিবেশন করবেন। এতে অভিনয় করবেন মো. শহিদুল হাসান শামীম, বদরুল আলম পনির, আব্দুল্লাহ আল মামুন, শাকুর ইসলাম সাগর ও সৌরভ চন্দ্র পাল।
মূকনাটক পরিকল্পনা ও নির্দেশনায় থাকবেন শহিদুল হাসান শামীম, শব্দ পরিকল্পনায় প্রকৌশলী বদরুল আলম পনির, আলোক পরিকল্পনা ফিরোজ নবী আসিফ, মঞ্চ ও সেট পরিকল্পনা তানবীর আহম্মেদ চৌধুরী এবং পোশাক পরিকল্পনায় থাকবেন আবদুল্লাহ আল মামুন।
শহিদুল হাসান শামীম আরো জানান, উৎসব উপলক্ষে সেমিনার, মূকাভিনয় কর্মশালা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আড্ডাসহ সকল আয়োজনে মূক্তমঞ্চ নির্বাক দলের মূকাভিনেতারা অংশ নেবেন।
তিনি জানান, বিদেশে বাংলাদেশের মূকাভিনয় চর্চার প্রকৃতি এবং ধরনের পরিচয় তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের সংগঠন।
গাজীপুরের মূক্তমঞ্চ নির্বাক দল আগেও পাঁচবার ভারতের বিভিন্ন প্রদেশে মূকাভিনয় উৎসবে মূকনাটক পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করেছে।
ভারতের সপ্তমম জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজক রংতাল থিয়েটার মো. শহিদুল হাসান শামীমকে সম্মাননা প্রদান করবে।
উৎসব শেষে ১০ জানুয়ারি মুক্তমঞ্চ নির্বাক দলের কর্মীদের দেশে ফেরার কথা রয়েছে।