
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধা যাছাই- বাছাইয়ে যেসব কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলো বাতিল করে নতুন কমিটি করে পুনরায় যাচাই-বাছাই করা হবে। শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচী উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, নতুন করে যাচাই-বাছাইয়ে যেসব এলাকায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা তালিকাবদ্ধ হয়েছে। আমরা ধরে নিয়েছি সেসব এলাকায় অনিয়ম হয়েছে। সেখানে নতুন কমিটি করে পুনরায় যাচাই বাছাই করা হবে।
তিনি বলেন, আমার আমলে চার বছরে মাত্র ছয়শ’ মুক্তিযোদ্ধা হয়েছে। তারা বীরঙ্গনা এবং মুজীব নগর কর্মচারী। তিনি আরো বলেন, নতুন করে মুক্তিযোদ্ধাদের প্রায় এক লাখ আবেদন পড়েছে। সেখান থেকে ভুয়া কাগজপত্রের জন্য ৬হাজারের উপরে আবেদন বাতিল করা হয়েছে। আমরা প্রায় ১৬৬টি উপজেলায় যাচাই-বাছাই কার্যক্রম করতে পারি নাই। আমাদের নীতিমালা অনেক উপজেলায় অনুসরণ করা হয় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেসব উপজেলায় পূর্বে যে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সেগুলোর মধ্যে ১০ভাগের অতিরিক্ত হলে সেখানে যাচাই-বাছাই সঠিক হয় নাই। সেখানে যাচাই-বাছাই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়া হবে।
কর্মসূচীর উদ্বোধন শেষে মুক্তমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি। এখানে নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী ডা. এএইচএম সুমন প্রধান প্রমূখ।