
আল-আমিন হাসান: আজ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব পালিত হলো।
পিঠা উৎসব উপলক্ষে বাহারী সাজে সাজানো হয়েছিল ক্যাম্পাস। প্রত্যেকটি স্টল বাংলার ঐতিহ্যবাহী পিঠায় ভরপুর ছিলো। বাংলা বিভাগের ৬টি ইয়ার আলাদা আলাদা ৬ টি স্টল সাজায়, হরেক রকমের পিঠার পসরা সাজিয়েছিল প্রত্যেকটি স্টল এবং সব চেয়ে ভাল করার চিন্তা ছিলো প্রত্যেকটি ইয়ারের।
সকাল দশটায় এই আয়োজনটি উদ্ভোধন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা।
তিনি প্রত্যেকটি স্টল তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং হরেক রকমের পিঠার স্বাদ গ্রহন করেন। বাঙ্গালী সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলা বিভাগের এমন আয়োজনে তিনি খুব আনন্দিত হন এবং সাধুবাদ জানান।
হাজারো ছাত্রছাত্রীর উপস্থিতিতে মুখরিত ছিল পুরো আয়োজন। সকলেই পিঠার ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহন করতে ব্যতিব্যস্ত ছিলো।কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা এই আয়োজনে উপস্থিত হন এবং বাংলা বিভাগ কে অভিন্দন জানান। অনেক তরুন-তরুণীরা বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচিত হতে পেরে খুবই আনন্দিত হয়।
এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা চান আয়োজক কমিটির পক্ষ থেকে বাংলা বিভাগের চুড়ান্ত বর্ষের ছাত্র মুসাফির ইমরান, সারোয়ার সানি, স্বপ্নবাজ শফি ও সাদিকুল ইসলাম।