
কখনো সন্তান, কখনো বা আত্নীয় স্বজন, কখনো সখনো নেতাকর্মী মেহমান- নিজ হাতে রান্না করে খাওয়াতে পছন্দ করেন শেখ হাসিনা। সুযোগ পেলেই রান্না ঘরে ঢুকেন তিনি। তার রান্নার ভূয়সী প্রশংসাও রয়েছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ ৩৭ বছর, তিন তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায়। রাষ্ট্র, সমাজ, রাজনীতি সব সামলে নিজ হাতে রান্না করে খাওয়ানোর স্বাদটুকু নিতে ভুলেন না তিনি। তার মা বঙ্গবন্ধুর রাজনীতির আমৃত্যু প্রেরণার উৎস বেগম ফজিলাতুন্নেসা মুজিবের হাতের রান্নায় যশ ছিল অনেক। বঙ্গবন্ধুর বাড়ি গেছেন, আর বেগম মুজিবের হাতের রান্না খেয়ে আসেননি; সেই সময়ের রাজনৈতিক নেতাকর্মী পাওয়া বিরল। শেখ হাসিনার স্বামী মরহুম পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াও এই রান্নার কথা লিখেছেন তার বই বইয়ে।
শনিবার প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ ধাঁচে আবারো ঢুকেছিলেন রান্না ঘরে। নিজ হাতে রান্না করেছেন, সবাইকে খাইয়ে তৃপ্ত হয়েছেন। হেঁসেলে ঢুকলেই তিনিও মায়ের মতো আটপৌঁড়ে এক মমতাময়ী মা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের ফেসবুক স্ট্যাটস থেকে শনিবারের রান্নার ছবিটি পাওয়া গেছে।