
গাজীপুরের টঙ্গীতে এক পোশাকশ্রমিককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। সাতাইশ খাঁপাড়া রোড এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান ওরফে লিটন (৩০) পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর বুনাইনগর এলাকার তৈয়ব আলী সরদারের ছেলে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, লিটন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় মালেক কসাইয়ের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিল লিটন। এ সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।