
ইফতেখার রায়হান, টঙ্গী (গাজীপুর): সমাজের কল্যাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, আমাদের এই সমাজে মাদক একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা যদি এ বিষয়ে সহযোগিতা না করি, একজন আরেকজনের পাশে এসে না দাঁড়াই তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। মাদক ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে আমরা এই সমাজকে মুক্ত করতে চাই। এজন্য তরুণদের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।
শনিবার সন্ধ্যায় টঙ্গীর নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন সাংসদ রাসেল। বর্তমানে তিনি এই ক্লাবের প্রধান উপদেষ্টা।
ক্লাব প্রতিষ্ঠার পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে সাংসদ রাসেল বলেন, প্রতিষ্ঠার শুরুতে এই ক্লাবের নাম নোয়াগাঁও ক্রীড়া সংঘ ছিল। কিন্তু কিছুদিন পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু ক্রীড়া নয়, এই ক্লাবের মাধ্যমে আমরা সমাজের কল্যাণ করবো। তখন আমরা এই ক্লাবের নাম পরিবর্তন করে নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ নামে আত্মপ্রকাশ করি।
রাসেল বলেন, এই ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে সবধরনের অন্যায়ের হাত থেকে সমাজকে রক্ষা করা, মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করা, সন্ত্রাসের হাত থেকে সমাজকে রক্ষা করা। পাশাপাশি যেসকল মেধাবী ছাত্রছাত্রীরা আছে তাদেরকে স্ব-শিক্ষায় শিক্ষিত করা। এই উদ্দেশ্যগুলো নিয়েই ৩০ বছর আগে আমরা এই ক্লাবের যাত্রা শুরু করেছিলাম।
সাংসদ বলেন, ইতোমধ্যেই ক্লাবটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় লিপিবদ্ধ হয়েছে। আমরা আশা করবো এই ক্লাবটি আরো গতিশীল হবে, আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাছে আমার প্রত্যাশা তোমরা ভালোভাবে চলবে এবং সমাজকে আলোকিত করার পথ দেখাবে। এজন্য যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি সেটা করবো। ইনশাআল্লাহ আগামীতে এই ক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আমরা আরও জমকালোভাবে আয়োজন করবো।
এর আগে নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের ৩০বছর পূর্তি উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে হাডুডু ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। এছাড়াও টঙ্গীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর তাঁতীলীগের সভাপতি শাহ আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান বিল্লাল হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।