গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত সাত জন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, শুক্রবার দুপুরে ফাউগান এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন দিনাজপুরের রহিম বাদশা (২৫), একই জেলার মাহিদুল (২৫) ও মিন্টু (২২) এবং জামালপুরের ইকবাল হোসেন (১৭)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
“তবে আরও লাশ আছে কিনা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”
শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সমস্য মো. ইজ্জত আলী খান জানান, ফাউগান এলাকায় একটি রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণাধীন ভবনটি দোতলার একাংশ ধসে পড়ে এবং নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।
খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ যাবত গুরুতর আহত অবস্থায় অন্তত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।