
ডেস্ক।। গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার এসআই লুৎফরকে মহিলা সোর্স সহ আটক করে নতুন বাজার এলাকার সাধারণ জনগন।
মঙ্গলবার রাত ৯টার দিকে মহিলা সোর্স নিয়ে নতুন বাজার এস এম গার্মেন্সের সামনে হাসান ফার্মেসীতে চাঁদাবাজি করতে গেলে জনতার রোষানলে আটক হয়। আখি আক্তার মিম(২৪)নামের মহিলা সোর্স ইতি পূর্বে পাশেই হাই ফ্রেসন মোর মাবিয়ান ফার্মেসীর মালিকের নিকট হইতে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্রটি।
পরে সংবাদ পেয়ে শ্রীপুর থানার এসআই জাকির ও এএসআই রেজানুর ঘটনাস্থল হইতে আটকদেরকে উদ্ধার করে নিয়ে যায়। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান এর নিকট মুঠো ফোনে ঘটনা জানতে চাইলে তিনি জানান, তিনি তার কাজ করছেন এই বিষয়ে আপনাদের জানার আগ্রহ কেন?