গাজীপুর অনলাইন: গাজীপুর সিটি করপোরেশনের ভানুয়া-ধীরাশ্রম-টঙ্গী বনমালা রেলক্রসিং সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাইকার অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে সোয়া ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণের কাজের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।
এ উপলক্ষে জেলা শহরের ফলপট্রি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, সচিব মো আসলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মজিবুর রহমান, স্থানীয় নারী কাউন্সিলর এ্যাডভোকেট আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।
সড়কটি ভারুনা থেকে শুরু হয়ে ধীরাশ্রম-হায়দারাবাদ-বনমালা হয়ে শহীদ আহসানউল্লাহ মাষ্টার ফ্লাইওভারের সাথে মিলিত হবে। সড়কটি নির্মিত হলে গাজীপুর শহর থেকে দ্রুত সময়ে এবং যানজটমুক্ত পরিবেশে টঙ্গী রেলক্রসিং পর্যন্ত যাওয়া যাবে।