
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র সুবাদে একটি নাম অনেকের কাছেই অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। নামটি আলী আকবর রুপু। 'ইত্যাদি'র জন্য অনেক গানের সুর ও সংগীত করেছেন তিনি। শুধু 'ইত্যাদি' নয়, দেশের অনেক খ্যাতিমান শিল্পী ও অনেক নবাগত শিল্পীর গান তিনি সুর করেছেন। বিক্রমপুরে জন্ম নেওয়া দেশের প্রখ্যাত এই সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই (ইন্না… রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিডনি ও ক্যান্সার আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আলী আকবর রুপুর নামটি জনপ্রিয় করার পেছনে রয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অবদান। কেননা হানিফ সংকেতের এই অনুষ্ঠানটির বেশির ভাগ গানের সুর ও সংগীত করেছেন তিনি।