
ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৭৪ রান। উইকেট হাতে আছে এখনও ৬টি। আছেন সেট ব্যাটসম্যান মুমিনুল হকও। তাই ৫০০ এর চেয়েও বড় স্কোর আশা করতেই পারে বাংলাদেশ। প্রত্যাশা আরও বেশি। তবে টাইগারদের স্বপ্নপূরণের আগেই অলআউট করতে চায় শ্রীলঙ্কা শিবির।
দিনের শেষ বেলার ২টি উইকেট আশা দেখাচ্ছে দলটিকে। তাই সংবাদ সম্মেলনে ৫০০ রানের আগেই বাংলাদেশকে আটকে দেওয়ার প্রত্যয় প্রকাশ করলেন দলটির ব্যাটিং কোচ থিলান সামারাবিরা।
দিনের শুরুতে দুটি ছোট জুটি। প্রথমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এরপর মুমিনুল হককে নিয়ে ইমরুল। তৃতীয় উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে মুমিনুলের ২৩৬ রানের দারুণ এক জুটি। সবমিলিয়ে দারুণ একটি দিন। হতে পারতো আরও ভালো। তবে ৮৪তম ওভারের শেষ দুই বলে আউট মুশফিক ও লিটন দাস। আর এই দুই উইকেট পাওয়ায় টাইগারদের ৫০০ রানের আগেই বেঁধে ফেলার স্বপ্ন দেখছে লঙ্কানরা। সামারাবিরার ভাষায়, ‘আমার মনে হয় শেষ দুইটি উইকেট অনেক বড় ছিল। আগামীকাল সকালে প্রথম সেশনে বাংলাদেশকে চাপে রাখতে হবে। এবং ৫০০ এর নিচে আটকে রাখতে হবে। তাহলে এটা হবে ভালো প্রয়াস।’
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের খেলা শেষে নিঃসন্দেহে এগিয়ে আছে বাংলাদেশ দল। অস্বাভাবিক কিছু না হলে বড় স্কোর গড়তে যাচ্ছে টাইগাররা। তবে লঙ্কান কোচ এটা মানতে রাজী নন। কে এগিয়ে আছে এ মন্তব্য করার মতো সময় এখনও হয়নি বলে জানালেন সামারাবিরা, ‘প্রথম দিন শেষে এটা বলা খুব কঠিন। আমার মনে হয় টেস্টের তৃতীয় দিন পর্যন্ত এটা খুব ভালো ব্যাটিং উইকেট থাকবে। এরপর উইকেটে টার্ন আসতে পারে তবে স্লো হবে।’
প্রথম দিন শেষে ১৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত আছেন মুমিনুল। মূলত তার ব্যাটেই বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। তাই মুমিনুলকে কৃতিত্ব দিতে ভোলেননি সামারাবিরা, ‘মিনি (মুমিনুল) খুব ভালো ব্যাটিং করেছেন। স্পিনে সে খুবই ভালো ছিলো।’ তবে এমন উইকেটে বোলারদের জন্য কাজটি অনেক কঠিন বলে মনে করেন এ লঙ্কান, ‘বোলারদের জন্য একটু কঠিন। আমরা এর চেয়ে ভালো বল করতে পারতাম। দেখা যাক আগামীকাল কেমন করতে পারি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেই বুঝতে পারবো উইকেট কতটা ফ্ল্যাট।’
বৃহস্পতিবারের প্রথম সেশনের দিকে তাকিয়ে আছে শ্রীলঙ্কা। শুরুতে উইকেট তুলে নিতে পারলে টাইগারদের চেপে ধরতে পারবেন বলে মনে করেন সামারাবিরা। আর তা হলে বাংলাদেশকে ৫০০ রানের আগেই আটকে রাখতে পারবেন বলে আশা করছেন এ লঙ্কান।