
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জেলা শহরের রাজবাড়ি মাঠে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন দ্রæত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অচিরেই বাংলাদেশ ডিজিটাল যোগের ক্ষেত্রে এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এছাড়া নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে বিপুলভাবে প্রশংসিত হয়েছে।
মেলায় ৬০টি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ষ্টল দেয়া হয়েছে।
১০-১২ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।