গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। ফুল আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মঙ্গলবার দিবাগত রাত মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে গাজীপুর জলো প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন।
গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে ভাষা শহীদ বরকতের পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলজে ও সাংবাদিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
টঙ্গী থানা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় তার সাথে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রীপুরে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলজে প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর শ্রীপুর পৌরসভা, শ্রীপুর থানা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলজে, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ কর।
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিকি আকন্দ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ আক্তার হোসনে নেতৃত্ব দেন।
শ্রীপুর প্রেসক্লাবের পক্ষে অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ এবং সাংবাদিক সমিতিরি পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন নেতৃত্ব দেন।
ভোর ছয়টায় ইউএনওর নেতৃত্বে প্রভাত ফেরি শহীদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।