টঙ্গী প্রতিনিধি: টঙ্গীতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক রুহুন নেছা রুনার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আনোয়ারা সরকার আনুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি।
যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেশোয়ারা সুলতানা সালমা, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমীন বিপ্লবী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শুভা, কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিয়া নারগিস চৌধুরী, নির্বাহী সদস্য সুফিয়া বেগম, নাছরিন আক্তার রুবি, হাজী শিরিন শহীদ, পারভিন আক্তার, সাহিদা পারভীন, পারভীন বেগম, ত্রি-বার্ষিক সম্মেলনে গাছা সাংগঠনিক থানা সভাপতি আফছানা রশিদ রিনা, সাধারণ সম্পাদক খাদিজা বেগম, কাশিমপুর সাংগঠনিক থানা সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক শিউলি বেগম, সালনা সাংগঠনিক থানা সভাপতি রোকসা আক্তার, সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান রিমু, কোনা বাড়ি সাংগঠনিক থানা সভাপতি আলেয়া আক্তার, সাধারণ সম্পাদক হাসনা হেনা, বাসন সাংগঠনিক থানা সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক হোসনা আক্তারকে নিযুক্ত করা হয়েছে। এরা আগামীতে বিভিন্ন থানায় যুব মহিলা লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করবেন।
এই কমিটির মাধ্যমে আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।