
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ৯ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লোজআপ কর্তৃক কাপল(প্রেমিক-প্রেমিকা)দের ক্যাম্পাসে ফ্রি রিকসা রাইড আয়োজন করা হয়েছে।
এরকম ৫০টি রিক্সা ব্যাবস্থা করা হয়েছে যেখানে ফ্রি সার্ভিসে কাপলরা এইসব রিক্সায় চড়ে ইচ্ছেমত ঘোরার সুযোগ পাবে।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ক্লোজআপ বাংলাদেশ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম সেবা প্রদানের মাধ্যমে মুলত অশ্লীলতাকেই ছড়িয়ে দিচ্ছে।
ফুয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন এ ধরনের উদ্যোগ আমাদের দেশীয় সাংস্কৃতিক চর্চার পরিপন্থি। জাহাঙ্গীররনগর বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এখানে,এ ধরণের কর্মকান্ড মানা যায় না।
পরান নামে অন্য এক শিক্ষার্থী বলেন প্রচার-প্রচারণা ঘটানোর জন্যই যদি এমন উদ্যোগ হয়ে থাকে, তাহলে তো সারাদেশে কত গরীব,অসহায়, ছিন্নমূল মানুষ আছে, তাদের সাহায্য করার মাধ্যমে ও তা হতে পারে।