
অনলাইন ডেস্ক:: বাংলা চলচ্চিত্রে এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন।চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন যতটা না নায়িকা হিসেবে পরিচিত তার চেয়ে অনেক বেশি সমালোচিত অশ্লীল চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করলেও শীঘ্রই তিনি বি-গ্রেডের চলচ্চিত্রের প্রধান নায়িকা হয়ে যান এবং তাকে কেন্দ্র করেই অশ্লীলতা নির্ভর অ্যাকশন চলচ্চিত্র নির্মিত হতে শুরু করে।
বাংলাদেশী চলচ্চিত্রে অশ্লীল যুগের অন্যতম প্রধান নায়িকা মুনমুন অশ্লীলতা বন্ধের পর চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন। তবে এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন বলেছেন, আমি কোনো অশ্লীল সিনেমার নায়িকা নই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এমন কোনো বাপের বেটা নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেছি। আমি কমার্শিয়াল ফিল্মের নায়িকা। আমার সিনেমার ফুটেজের সঙ্গে কাটপিস যুক্ত করে সিনেমা চালালে সেটা তো আ1র আমার দোষ না। এটা অসাধু চলচ্চিত্র ব্যবসায়ীর কাজ।
তিনি আরও বলেন, যারা সিনেমায় অশ্লীলতা এনেছে, আমাকে অশ্লীল নায়িকার সারিতে ফেলেছে, কিভাবে কাটপিস যোগ করা হতো, এর জন্য কারা দায়ী, তাদের মুখোশ আমি উম্মোচন করবো।
উল্লেখ্য, আজ শুক্রবার ‘রেডিও ৭১ এফএম 98.4’-এ রাত ১০টায় ‘সাবধান বাংলাদেশ’ অনুষ্ঠানে সরাসরি আসছেন চিত্রনায়িকা মুনমুন। মুনমুন এ পর্যন্ত ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ৮৫টি মুক্তি পেয়েছে।
মুনমুনের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘আজকের সন্ত্রাসী ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’সহ অসংখ্য সুপারহিট সিনেমা। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।
অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি জানান, সমাজ সচেতনতা ও ক্রাইম শো ‘সাবধান বাংলাদেশ’ আজ থেকেই প্রচার শুরু হচ্ছে। অনুষ্ঠানটির প্রথম পর্বেই অশ্লীল সিনেমা যুগের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি মুখ খুলবেন চিত্রনায়িকা মুনমুন।