
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোন মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনে মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে তার জন্য বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে দেশের গ্রামীণ জনপদেও উন্নয়ন পৌঁছে দেয়া হয়েছে। উন্নয়নের যে ধারা শুরু হয়েছে সরকার তা অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে আনসার একাডেমিতে আগমন ও ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় সমাবেশের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয়েছে বর্নিল সাজে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপডস্হিত ছিলন স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে উপডস্হিত ছিলন স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।