আপনারা যানেন খালেদা জিয়া গ্রেফতার হয়েছে। কেন হয়েছে? এতিমের টাকা সেই ৯১ সালে এতিমখানা তৈরী করবে বলে বিদেশ হতে টাকা নিয়ে এসেছে কিন্তু সেই এতিম খানা কই ? কেউ এতিম খানার ঠিকানা জানেনা।এতিমের টাকা নয় ছয় করে লুটপাট করেছে আজেকে তার শাস্তি হয়েছে এতিমের টাকা এতিমের হাতে যায়নি।সে খেয়ে নিয়ে মামলা দিয়েছে তত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজা হয়েছে।লুটকরা , চুরি তাদের চরিত্র বিএনপি যখন ক্ষমতায় ছিলো ৫ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিলো। তারা সকলেই দুর্নীতিবাজ। আজ বিএনপি আন্দোলন করে কিসের আন্দোলন করেন। দুর্নীতিবাজের জন্য আন্দোলন। তারা এতিমের টাকা দিতে পারে নি। আজ এতিম খানার ঠিকানা কোথায়? এতিমেরা একটি টাকাও পাইনি।এতিমের টাকা খেয়েছে খালেদার পরিবার তাদের দলের লোকজন এতিমের টাকা খেয়েছে।
কুরআন শরীফে আছে এতিমের টাকা এতিমকে দিতে হবে।বিএনপি উন্নয়ন না তারা পেরেছে বোমাবাজি। একিদিনে একসাথে ৫০০ জায়গায় বোমা হামলা করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ২০১৩-১৪-১৫ সালে তাদের তান্ডবে মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তিনি প্রশ্ন রেখে বলেন এটা কোন ধরনের আন্দোলন? ৩০২৫২ টি গাড়ী পুড়িয়ে দিয়েছে ২৯ টি লঞ্চে আগুন রেল লাইনের ধ্বংস করেছে।তিনি আরও বলেন, তারা বিদ্যুৎ দিতে পারে না তারা লুটপাট করেছে। অপর দিকে আমরা বিদ্যুতের উৎপাদন করেছি। তারা চাপাইয়ের বিদ্যুতের পোল তুলে ফেলেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আবারও নৌকার ভোট দেওয়া আহবান জানান।এর আগে প্রধানমন্ত্রী রাজশাহীর ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।চলতি মেয়াদে এটি প্রধানমন্ত্রীর রাজশাহীতে দ্বিতীয় সফর।