
শনিবার গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম বাজার মোড়ে নাগরিক সমাজের আহবানে ভানুয়া - জয়দেবপুর - ধীরাশ্রম-হায়দারাবাদ হয়ে টঙ্গীতে সংযোগকারী রাস্তার উন্নয়ন কাজে স্বার্থান্বেষী মহলের বাঁধার বিরুদ্ধ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ নূরুল ইসলাম তিতুমীরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুজ্জামান, সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ সালমা আক্তার, মোঃ আমির হোসেন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাকির হোসেন, নাগরিক প্রতিনিধি এডঃ ইউসুফ আলী, জিয়াউর রহমান, আঃ মতিন,জুলেখা আক্তার ঝুমুর, নাজনীন আক্তার দিনা প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগন বলেন উন্নয়নের স্বার্থে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিতে হবে। শতশত মানুষ দীর্ঘ সময় ধরে রাস্তার উন্নয়নের দাবী করে আসছে। বর্তমান সরকার রাস্তার উন্নয়নে কাজ শুরু করেছেন। কারো ব্যক্তি স্বার্থে এই কাজ বন্ধ হতে পারে না। আমরা নাগরিক সমাজ উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ আছি, থাকব।