গাজীপুর মহানগরীর অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরঃ কলেজ এর প্রতিষ্ঠিত শহিদ তাজউদ্দীন আহমেদ ছাত্রাবাস পরিবেশ রক্ষা এবং ছাত্রদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উক্ত কলেজের মেধাবী ছাত্রলীগ কর্মী রবিন সরদার কে অভিনন্দন জ্ঞাপন করেছেন,উক্ত কলেজের অধ্যক্ষা জেরিনা সুলতানা।
আজ দুপুর ৩ ঘটিকার সময় কলেজ হোস্টেলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় হোস্টেল এর প্রতিটি ইউনিট এর একজন করে ইউনিট লিডার নির্বাচন করা হয়।
উক্ত আলোচনা সভায় হোস্টেল এর সার্বিক উন্নয়ন এবং প্রয়োজনীয় জিনিসপত্রের দাবি জানানো হয়।
এসময় সকলের দাবি পুরন করবেন বলে আশ্বাস দেন অধ্যক্ষা জেরিনা সুলতানা।এসময়
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,"আমি তোমাদের আইপিএস,টিভি এবং ওয়াইফাই এর ব্যাবস্থা করে দিব যদি এরকমসুশৃঙ্খল পরিবেশ থাকে।
আমি চাই সবাই সুশৃঙ্খল পরিবেশ নিয়ে লেখাপড়া চালিয়ে যাক।
এসময় তিনি রবিন সরদার এর উদ্দেশ্যে বলেন,কলেজ হোস্টেল বন্ধ করে দিয়েছিলাম,কিন্তু এই রবিন সরদার সমস্ত দায়িত্ব নিয়ে হোস্টেল চালু করেছে।এবং সঠিকভাবে পরিচালনা করছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষা জেরিনা সুলতানা, অধ্যাপক সলিমুল্লাহ,হোস্টেল সুপার কাওসার আলম, কলেজ শাখা ছাত্রলীগ রবিন সরদার,কলেজ শাখা ছাত্রলীগ নেতা জাহাংগীর আলম,হোস্টেল এর সকল ইউনিট লিডার এবং সকল শিক্ষার্থী।