
ডেস্ক: গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত বা চাকরিজীবীদের ছাত্রলীগের কমিটিতে থাকার যোগ্যতা নেই। গঠনতন্ত্রের তোয়াক্কা না করে গত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগ। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের যৌথ স্বাক্ষরে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।
জানা যায়, সহ-সভাপতি সজীব খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক রনি খাঁন ও নাছির আহম্মেদ বিবাহিত। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ৪ জনই বিবাহিত থাকায় দলের অবিবাহিত ছাত্র, ত্যাগী নেতারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগই মানছে না ছাত্রলীগ আইন!
এ ব্যাপারে শ্রীপুর রহমত আলী সরকারী বিশ্ব বিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ ফরিদ বলেন, এ কমিটিতে বিবাহিতরা রয়েছে আমার জানা নেই। ঐতিহ্যবাহী শ্রীপুর রহমত আলী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের শক্ত অবস্থান আছেন। কিন্ত বিবাহিতদের দিয়ে বর্তমান কমিটি গঠিত হয়ে থাকে তাহলে কলেজে ছাত্রলীগের অবস্থান নষ্ট হয়ে যাবে এবং পদ বঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। যার ফলে গ্রুপিং এর সৃষ্টিও হতে পারে ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের পদে থাকা এক নেতা বলেন, কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে বিবাহিতরা রয়েছে এবং বির্তকের সৃষ্টিও হয়েছে। এই নিয়ে কলেজের ছাত্রলীগ কর্মীদের মধ্যে নানা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এমতাবস্থায় কলেজের সাধারণ নেতাকর্মীরা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে গঠনতন্ত্র মোতাবেক প্রকৃত ছাত্র ও অবিবাহিতদের দিয়ে কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে নবগঠিত রহমত আলী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসির আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বিয়ের কথা প্রথমেই স্বীকার করেন । এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজ ও ছাত্রলীগের স্বার্থে যে সিদ্ধান্ত নিবে আমি মাথা পেতে মেনে নিব বলে জানান। যুগ্ম-সাধারণ সম্পাদক জোনায়েদ ও সাংগঠনিক সম্পাদক রনি খাঁনের মোবাইলে একাধিকবার ফোন করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জোনায়েদ প্রায় ১ বছর আগে শ্রীপুর পৌর ২নং ওয়ার্ড এলাকায় বিয়ে করেছেন এবং রনি খাঁন শ্রীপুর আমতলা এলাকায় বিয়ে করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত এবং অছাত্ররা ছাত্রলীগের কমিটিতে থাকতে পারে না। তাহলে বিবাহিতরা কি ভাবে কমিটিতে আসলো জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীরা তাদের সিভি জমা দেওয়ার সময় সিভিতে অবিবাহিত উল্লেখ করা ছিল। আমরা তেমন ভাবে যাচাই-বাছাই না করার কারণে এমনটা হয়েছে। তবে এ ব্যাপারে সঠিক ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এব্যাপারে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো.দেলোয়ার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
সূত্রঃ শ্রীপুর বার্তা