রেজাউল কবির রাজীব/গাজীপুর অনলাইনঃ টঙ্গীতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার টঙ্গীর আশরাফ সেতু শপিং কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ একে আজাদ খানের সভাপতিত্বে মেডিকেল অফিসার ডা: মো: মাহমুদুল হক ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহম্মদ সাইফ উদ্দিন, বিআইএইচএস ও ইউএইচসি পরিচালক বিগ্রে: জেনারেল অধ্যাপক ডা: মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া (অব:), যুগ্ম সাধারণ সম্পাদক রশিহদ মাহমুদ, কেন্দ্র পরিচালক ডা: মো: আবু সেলিম, অধ্যাপক ডা: রশিদ ই মাহবুব, ডা: শামীমা আজাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, নূরুল ইসলাম নূরু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: আনোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি শাহজাহান মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম চঞ্চল, হাজী মোঃ শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির টঙ্গী স্বাস্থ্যসেবার মাধ্যমে ডায়াবেটিস, প্রসূতি ও স্ত্রীরোগ, ফুট কেয়ার, ইসিজি, এক্স-রে, প্যাথলজি/বায়োকেমিস্ট্রি, মেডিসিন, ডেন্টাল সার্জারী, চক্ষু, আল্ট্রাসনোগ্রাম, ফিজিওথেরাপী, ইনসুলিন ও ফার্মেসী স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হবে বলে জানা যায়।