
পার্টি অফিস, এটা রাজনীতির জায়গা নাকি ফূর্তির? বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দলটির বিভিন্ন মহলে এখন এই প্রশ্ন ঘুরছে। এমন প্রশ্নের যথার্থ কারণও উঠে এসেছে অনুসন্ধানে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৩২ দিন ধরে অবস্থান করছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু রিজভীই নয়, তার কিছু অনুসারীরাও দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। তবে সেটা মাঝেমধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, রিজভীর স্ত্রী বেশির ভাগ সময় তার স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু স্ত্রীকে দলীয় কার্যালয়ে আসতে নিষেধ করেছেন রিজভী। কেন? বিএনপি কার্যালয়ে অবস্থান করা তাঁর এক অনুসারী বলেন, ‘সহ আন্তর্জাতিক সম্পাদক ও শিল্পী বেবী নাজনীনও রিজভীর জন্য খাবার নিয়ে আসেন। তাই তাঁর স্ত্রীকে খাবার নিয়ে আসতে নিষেধ করেছেন।’
স্ত্রীর চেয়ে বেবি নাজনীনের হাতের রান্না কবে বেশি স্বাদ হলো? এমন প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন,‘ আশ্চর্য শুধু রান্নার স্বাদ হবে কেন! রিজভী সাহেব একা থাকেন। তিনি ‘বোর’ হয়ে যান। তখনই বেবি আপা এসে গান শোনান। রিজভী সাহেব কখনো কখনো ভোর রাত পর্যন্ত গান শোনেন।’
গান কি তিনি একাই শোনেন? টিটকারি মেরে তিনি বলেন, ‘ভাই, সবার জন্য কি গানের ব্যবস্থা থাকে পার্টি অফিসে? যখন তিনি আসেন, আমরা রাতে বের হয়ে এখানে ওখানে ঢু মেরে আসি।’
‘ব্ল্যাক ডায়মন্’`খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের সঙ্গে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এমন আন্তরিকার কারণও রয়েছে। প্রচলিত আছে, দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন তিনি। জিয়াউর রহমানকে তিনি বাবা বলে সম্বোধন করতেন।
সেইসূত্রে, বিএনপির প্রতি শুরু থেকেই তাঁর আলাদা একটা টান রয়েছে। এ দল থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে চান তিনি। এ জন্য দলটির মনোনয়নপ্রত্যাশী। যেকোনো মূল্যে তিনি এবার নির্বাচনে লড়তে চান। এ জন্যই আজকাল তিনি বেপরোয়া হয়ে উঠছেন বলে জানা যায়।
শুধু এমনটাই নয়, আরাম আয়েশের সকল ব্যবস্থা আছে রাজনৈতিক এ অফিসে। সেই আরাম আয়েশ নিয়ে আরেক নেতা বললেন, ‘বুঝেন তো ভাই। কোনো না কোনোভাবে ছাইপাশ ম্যানেজ করে ফেলি।’
জানা যায়, রুহুল কবির রিজভী গ্রেপ্তার ভয়ে পার্টি অফিসের বাইরে বের হচ্ছেন না। কুমিল্লায় বেগম খালেদা জিয়ার নামে যে মামলা সেটার একজন আসামি তিনি। সম্প্রতি পুলিশ মারার মামলাতেও তিনি প্রধান ১ নম্বর আসামি হিসেবে রয়েছেন।