ছাত্রছাত্রীদের উপস্থিতি ছাড়াই উদ্বোধন করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-শিক্ষক কেন্দ্র।
বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর উপস্থিতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের হাত ধরে উদ্বোধন হল ছাত্র-শিক্ষক কেন্দ্র। যার নিচ তলায় ক্যাফেটেরিয়া, দোতলায় প্রোক্টর অফিস এবং তিন তলায় ছাত্রকল্যাণ অফিস। সাধারণ ছাত্রছাত্রীর কাছে বিষয়টা অবাক করার মতো হলেও এমনটি ঘটেছে!
গত ০৭ মার্চে এই ছাত্র-শিক্ষক কেন্দ্র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
এদিকে ছাত্রছাত্রী ছাড়া কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র-শিক্ষক কেন্দ্র উদ্বোধন করে তা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীর মাঝে ক্ষোভ বিরাজ করছে! কোন ভাবেই যে এটা মেনে নেবার মতো নয়, এতে শুধু তাদের উপেক্ষায় করা হচ্ছে না তাদেরকে অপমান করা হচ্ছে হবে মনে করছে এই সব শিক্ষার্থী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ওবায়দুর রহমান শাওন বলেন, বিশ্ববিদ্যালয় প্রথম থেকে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের অধিকার থেকে বঞ্ছিত করছে! বিশ্ববিদ্যালয়ে নেই একটা ডিবেটিং ক্লাব, নেই প্রেস ক্লাব, নতুন ছাত্র-শিক্ষক কেন্দ্র এখন থাকলেও সেটা শিক্ষকদের দখলে।
মীর ওবায়দুর রহমান শাওন আরও অভিযোগ করে বলেন, এস এম ফজলে রাব্বী বাঁধন (সভাপতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ) নেতৃত্বে আমরা ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রী নিয়ে কাজ করি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সবের তোয়াক্কা না করে তাদের ইচ্ছে মতে সব কিছু করে।
তিনি আরও বলেন, আমাদের জাতীয় কৃষিবিদ দিবসের মতো একটা দিনে পরীক্ষা দিয়ে ব্যস্ত রেখেছে তারা, যেটা এই বিশ্ববিদালয়ের ছাত্রছাত্রীদের জন্য সত্যি অবিচার।
এত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি এস এম ফজলে রাব্বী বাঁধন বলেন, শুধু এই ঘটনা না, বিশ্ববিদ্যালয় বরাবরই সাধারণ শিক্ষার্থীদের প্রতিযোগী ভেবে আসছে, এই কারণেই ১৩ দফা দাবি উঠে এসেছে, আমরা তাদের সাথে ছিলাম।
এই ছাত্রলীগ নেতা মজা করে এক পর্যায়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ছাত্রছাত্রী ছাড়া বিশ্ববিদ্যালয় চালাতে চায়!
অন্যদিকে আবার সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ১৩ দফা দাবিতে মানব বন্ধন, সেই জেরেই হলের কাজের নামে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ আর আমাদের অংশগ্রহণ ছাড়া উদ্বোধন, সবই প্রশাসনের কারসাজি।
এই সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান খাঁন এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন সাধারণ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ।
সূত্র: টিভি বাংলা২৪