
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিসে) এর ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২০১৮-২০২০ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নাম ঘোষণা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেসিস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেছেন।
২০১৮-২০ মেয়াদে যারা বেসিসের কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-
কার্যনির্বাহী পরিষদ সদস্য: একেএম ফাহিম মাসরুর, পরিচালক, আজকের ডিল ডটকম লিমিটেড (অ্যাসোসিয়েট মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক, বিজনেস অটোমেশন লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: লুনা শামসুদ্দোহা, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দোহাটেক নিউ মিডিয়া (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: মোস্তফা রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক, ফ্লোরা টেলিকম লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: সৈয়দ আলমাস কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: দিদারুল আলম, মহাব্যবস্থাপক, শুটিং স্টার লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: মুশফিকুর রহমান, ম্যানেজিং পার্টনার, স্প্রেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: ফারহানা এ রহমান, চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউওয়াই সিস্টেমস লিমিটেড (জেনারেল মেম্বার)
কার্যনির্বাহী পরিষদ সদস্য: তামজিদ সিদ্দিক স্পন্দন, মহাব্যবস্থাপক, জানালা বাংলাদেশ লিমিটেড (জেনারেল মেম্বার)
নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বেসিসের প্রাক্তন সভাপতি, সহ-সভাপতিবৃন্দ এবং কার্যনির্বাহী পরিষদ সদস্যরা।
আগামী ২ এপ্রিল নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা ২০১৮-২০২০ মেয়াদে বেসিসের সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন।