
গাজীপুরে মহানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের স্মরণকালের সর্ববৃহৎ এ আয়োজনের নেপথ্য ছিলেন মূলত কলেজের সাবেক ছাত্র, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উদযাপন কমিটির আহ্বায়ক এসএম মোকসেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এম এ বারী ও ভাওয়াল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাডভেকেট এস এম শফিকুল ইসলাম বাবুল, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, হাজী রফিকুল ইসলাম, কাউন্সিলর খোরশেদ আলম সরকার এবং কলেজের প্রতিষ্ঠাতার ছেলে সিরাজুল ইসলাম সরকার প্রমুখ।
আগত সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী ও অতিথিদের আপ্যায়নের সকালে ফলমূল, বাদাম, দুপুরের খাবার হিসেবে বিরিয়ানি, বিকেলে কফি, চটপটি ও মিষ্টি দিয়ে একাধিক ষ্টল সেবা দানে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশ সেরা লোক গানের শিল্পী মমতাজ এমপি ও নগর বাউলের জেমস। পরে দৃষ্টিনন্দন আতশবাজি ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।