বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে না। চলতি মাসের ৩১ তারিখে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন। তবে পূর্ব নির্ধারিত তারিখ স্থগিত করতে বলা হলেও সম্মেলনের প্রস্তুতি রাখতে তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, সম্মেলনের দাবিতে ছাত্রলীগের বড় একটি অংশ আন্দোলন শুরু করে। এ কারণে সংগঠনের ভেতরে বিভক্তি দেখা দেয়। ফলে চলতি মাসের ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল (৭ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলন করার পুনঃনির্দেশনাও দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনের বিষয়ে বলেছেন, নেত্রীর ইচ্ছা স্বাধীনতার মাসে ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করুক।