ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক এই উদ্যান।
জনসভায় আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (৭ মার্চ) সকাল থেকেই জনসভায় যোগ দিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হতে থাকে। নেতাকর্মীরা তাদের হাতে সুভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়েল ছবি ও স্লোগান সম্বলিত নানান রংয়ের ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড।
তবে দুপুর ১টার পর থেকে নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস ভবন, শাহবাগ দিয়ে জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে।
দুপুর আড়াইটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে এ জনসভা শুরু হয়। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ৩টায় যোগ দেন।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণের বর্ষপূর্তিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করেছে ইয়াং বাংলা।
২০১৫ সাল থেকে শুরু হওয়া এই কনসার্টটি এবার প্রথম ঢাকার বাইরে দুই স্থানে অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এবং ৫ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের গেট খুলে দেওয়া হয় দুপুর দেড়টায়। কনসার্ট শুরু হয় বিকেল সোয়া তিনটায়। যা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
কনসার্টে ধারাবাহিকভাবে পারফর্ম করবেন, পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শুণ্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল।