গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (২০ মার্চ)। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ওই সমাবর্তনে সভাপতিত্ব করার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলাউদ্দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ওই সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েট’র পুরঃকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন ফারুক, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ, সমাবর্তন উপলক্ষে মিডিয়া উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মো. খালেদ খলিল, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. কামরুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা, অধ্যাপক ড. মো. নাছিম আখতার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৬ সালে গাজীপুরে এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজী (বিআইটি) নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে এ প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে নামকরণ করা হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এটি হচ্ছে দ্বিতীয় সমাবর্তন। এ সমাবর্তনে সর্বমোট ৩২৮৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রী প্রদান করা হবে। এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক. প্রোগ্রামে ডিগ্রী পাচ্ছে ৩১৭৩ জন এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ১১১ জন। এছাড়া পুরঃকৌশল বিভাগ থেকে একজনকে পিএইচডি ডিগ্রী ও বিভিন্ন বিভাগের ৩৫ জন কৃতি গ্র্যাজুয়েট রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহন করবেন। সমাবর্তন উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।