ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলর মন্ত্রীদের নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আইন লঙ্ঘন করে মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর সমালোচনার কারণে তাকে শোকজ করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
রোববার সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ আক্কাছ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ১১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজহারুল ইসলাম মোল্লা দলীয় আচরণ বিধি ভঙ্গ করে শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে বেসরকারী টেলিভিশনে কঠোর সমালোচনা করেছেন।
তাই দলীয় আচরণ ভঙ্গের কারণে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি কাউন্সিলর আজহারকে শোকজ নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপরে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. রাহাতুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, কোনো প্রমাণ বা পত্রিকা আমার হাতে আসলে সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া এক স্বাক্ষাতকারে গাজীপুর সিটি করপোরেশনের ১১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজহারুল ইসলাম মোল্লা বলেন, মন্ত্রী-মিনিস্টাররা ইয়াবা বেঁচেন, আমি বেঁচি না।
তিনি সরকারকে ইঙ্গিত করে আরো বলেন, আমি সরকারের বিরুদ্ধে মামলা করে সরকারকে শোকজ করেছি। এমন কঠোর বক্তব্য চ্যানেল টুয়েন্টিফোরে ধারাবাহিকভাবে প্রচার করলে এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বিরুপ প্রক্রিয়া সৃষ্টি হয়।
২০১৩ সালের ৬ই জুলাই গাজীপুর সিটি নির্বাচনে ১১নম্বর ওয়ার্ড থেকে বিএনপির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি ঢালাওভাবে সরকার বিরোধী বিভিন্ন সমালোচনা করে বেশ কয়েকটি নাশকতা মামলায় পড়ে জেল খাটেন। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি থেকে বিএনপির রাজনীতি করতেন।
- ভোরের ডাক