গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে এডভোকেট আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: শাহজাহানসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি সহ ৫টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে
আজ শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবদুস ছালাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি পদে এডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এডভোকেট মো: শাহজাহান, সহ-সভাপতি এডভোকেট মো: মোস্তফা জামান, কোষাধ্যক্ষ এডভোকেট আর এম মনিরুজ্জামান মোল্লা, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মুহাম্মদ মাহবুবুর রহমান, অডিটর এডভোকেট মো: সাইফুল ইসলাম সরকার রিপন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মীর মো: শাহনুর কবির জুয়েল, মহিলা সম্পাদিকা এডভোকেট দিলোয়ারা খাতুন দিপু, সদস্য এডভোকেট গোলাম রাব্বি, এডভোকেট মো: জাকির হোসেন, এডভোকেট মোসা: নাজনীন নাহার দিনা, এডভোকেট নাদিম আহাম্মেদ শিমুল, এডভোকেট মো: মনিরুজ্জামান রাজীব, এডভোকেট রেজাউল করিম রেজা, মো: লুৎফর রহমান, এডভোকেট মো: সাইফুল ইসলাম মোল্যা উজ্জল।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি এডভোকেট মো: আ: হালিম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো: সোলায়মান মিয়া স্বপন এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ এরশাদ হোসেন, এডভোকেট মো: খোরশেদ আলী ও এডভোকেট সুলতানা পারভীন জয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডাভোকেট আব্দুস ছালাম সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৫১৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬৮ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সদস্যপদে দুই ভোটের ব্যবধানে পরাজিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. সাজ্জাদুর কবির সুমন তার ভোট পুণগণনার দাবি জানিয়ে আবেদন করেছেন।
এ বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম।
উল্লেখ্য, সদস্যপদে দুই ভোটের ব্যবধানে পরাজিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. সাজ্জাদুর কবির সুমন তার ভোট পুণগণনার দাবি জানিয়ে আবেদন করেছেন।
এ বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম।