ডেস্ক: মার্চ-এপ্রিলে দুই বিভাগ ও তিন জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার পাদদেশে দাড়িয়ে থাকা শিল্প শহর গাজীপুরও সফর করবেন তিনি এই সময়ের মধ্যেই। দিন ক্ষণ ঠিক না হলেও এই সফরের মধ্য দিয়েই নির্ধারিত হয়ে যাবে জননন্দিত নেতা গাজীপুর জেলা অা. লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের প্রার্থিতার ভাগ্য।
কেন্দ্রিয় অা.লীগ সূত্র জানিয়েছে অাজ প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। ১৪ মার্চ ফিরে অাসার পরই সফরসূচি নির্ধারিত করবে কেন্দ্র।গাজীপুর জেলা অা.লীগের দায়িত্বে রয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী অা,ক,ম, মোজাম্মেল হক ও ইকবাল হোসেন সবুজ। ইতিমধ্যেই জেলা কমিটি, উঠান বৈঠক, শ্রীপুর বাদে অন্য থানাগুলোকে নতুন কমিটি উপহার, সিটি করপোরেশনে কলহ মিটিয়ে একক প্রার্থি নির্বাচন করে দেশের মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।
অন্যদিকে নিয়মিত মাসিক মিটিং ও অন্যান্য সহযোগি সংগঠনগুলোর নিয়মিত মিটিং মিছিল এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থানের মধ্য দিয়ে তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছে বারবার।
তাছড়া এই প্রথম অা,ক,ম, মোজাম্মেল- সবুজের নেতৃত্বে জেলা কমিটি সর্বকালের রেকর্ড ভেঙ্গে সব নেতাকে ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে এনে সকল বিভেদের অবসান ঘটিয়ে সর্বকালের শক্ত দূর্গে অা.লীগকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।
প্রধানমন্ত্রীর অাগমনকে ঘিরে জেলা ও থানা কমিটিগুলোর বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী সামনে জনপ্রিয়তার পরীক্ষায় উৎরে গেলেই অধরা প্রেয়সী মত ধরা দেবে নৌকার টিকেট ইকবাল হোসেন সবুজের জীবনে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দেশের মহানগর ও জেলায় সফর করছেন। এসব সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন।
প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সফরে সরাসরি প্রার্থীর নাম ঘোষণা না করলেও দৃশ্যমান হতে পারে ইকবাল হোসেন সবুজের প্রার্থিতার বহুল অাকাঙ্খিত বিষয়টি।
উল্লেখ্য গাজীপুরের অন্যান্য অাসনগুলোতে অা.লীগের প্রার্থী কারা হচ্ছেন তা অনেকটাই দৃশ্যমান।কিন্তু গাজীপুর-৩ শ্রীপুর অাসনে রয়েছে চরম সংকট। সাধারণ মানুষের ৮৫ শতাংশ চান কেন্দ্র ইকবাল হোসেন সবুজকে মনোনয়ন দিক।জনপ্রিয়তার সবগুলো সূচকে ইকবাল হোসেন সবুজের ধারেকাছেও নেই ৩০ বছর ক্ষমতা অাঁকড়ে থাকা শত বছরের শয্যাশায়ী এমপি এ্যাড: রহমত অালী বা তার বিতর্কিত পুত্র জামিল হাসান দূর্জয়। এ্যাড: রহমত অালী তার পুত্র ও মেয়ের বিরুদ্ধে দূর্নীতি, চাঁদাবাজি, বালুমহলের অবৈধ ব্যবসা,কলেজ দখল করে নিজ নামে নামকরণ করা, জমিদখল, পরিবহন খাত থেকে চাঁদা অাদায়, মিল ফ্যাক্টরীর বখরা খাওয়া, অস্ত্রধারী সন্ত্রাসী ও সমাজের ঘৃণিত ব্যক্তিদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অাশ্রয় প্রশ্রয় ও রাজনৈতিকভাবে সেল্টার দিয়ে প্রতিষ্ঠিত করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার হীন চক্রান্তের নানাবিধ অভিযোগ রয়েছে।
এছাড়া ৩০ বছর শ্রীপুরকে উন্নয়ন বঞ্চিত রাখার মহানায়ক রহমত অালী, এমন অভিযোগ রহমত অালী ও তার পরিবারের বিরুদ্ধে। সাধারণ মানুষ এমপি ও এমপি পরিবারের প্রতি এতটাই বীতশ্রদ্ধ যে, তারা প্রার্থিতার পরিবর্তনে সোচ্চার এবং কেন্দ্র ভুল সিদ্ধান্ত গ্রহন করলে এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতেও প্রস্তুত, যা জেলা অা. লীগের পক্ষেও নিয়ন্ত্রন করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।
সূত্র জানায়, অাজ ১১ মার্চ প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে রাষ্ট্রীয় এই সফর শেষ করে এই সফর শুরু করবেন।
আগামী ২১ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি। মহানগর সফর হিসেবে এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন তিনি।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই প্রতিবেদককে জানান, এই দুই বিভাগীয় শহর ও তিন জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি জেলা বা মহানগরে যাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
অা.লীগের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল শামীম এই প্রতিবেদককে বলেছেন, জনপ্রিয়তার সব সূচক, সকল দলিয় ও গোয়েন্দা প্রতিবেদন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। জনগণ যাকে চাইবেন, যার জনসমর্থন রয়েছে, যার বিরুদ্ধে রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই এমন ক্লীন ইমেজের ব্যক্তি ছাড়া অন্য কাউকেই এবার নমিনেশন দেবে না অা.লীগ।
টাকা, কে কোন পদে অাছেন বা ছিলেন, ব্যক্তি সম্পর্ক, এবার কোনই কাজে অাসবে না। জনপ্রিয়তাই হবে এবারে নৌকার টিকেট প্রাপ্তির একমাত্র চাবিকাঠি। সেই নিরীখেই মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর-৩ অাসনসহ দেশের সকল নির্বাচনী অাসনে প্রার্থী মনোনয়ন দেবেন এতে কোন সন্দেহ নেই।
অনুপ্রবেশকারী,যাদের কারনে দল ক্ষতিগ্রস্থ হয়েছে, এমন বিতর্কিত কোন ব্যক্তিকেই এবার মনোনয়ন দেবে না অা. লীগ, সে যে বা যত ক্ষমতাবানই হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রিয় জরিপ কাজের একাধিক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, জনপ্রিয়তা, সততা, অাদর্শের সব সূচকেই গাজীপুরের ইকবাল হোসেন সবুজের নৌকার টিকেট প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল।