
গাজীপুরে জাল টাকা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক জাল টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহানগরের চান্দনা এলাকায় এ অভিযান চালানো হয়।
গাজীপুর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।
গাজীপুরের পুলিশ সুপার জানান, অভিযানে জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন শামীম ইসলাম, আল আমিন ও জাহিদ। ঈদ সামনে রেখে সক্রিয় এই জালিয়াত চক্রটি জাল টাকা তৈরি ও মজুদ করছিল।
এতে জানানো হয়, মহানগরের চান্দনা এলাকায় একটি ৪তলা বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জাল টাকা তৈরীর ১৭টি বিভিন্ন আকারের ডাইস, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, দুটি লেমিনেটিং মেশিন, ১০০০ লেখা ও মনুষ্য আকৃতি ছবি ও লোগো সম্বলিত কালো রংয়ের ট্রেসিং পেপার, রঙ্গিন ফুয়েল পেপার, বিভিন্ন ক্যামিকেল, রং, সিল, স্ক্যানার, বিভিন্ন গামসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ১০০০ টাকার ২৩৫টি জাল নোট, কাগজের উভয় পৃষ্ঠায় ছাপানো ১০০০ টাকার ১৫৬টি জাল নোট, কাগজের এক পৃষ্ঠায় ছাপানো ২০০টি ১০০০ টাকার জাল টাকার নোট উদ্ধার করা হয়। এসময় জাল টাকা তৈরির চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।