বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে ভাষণ উপলক্ষে আয়োজিত ক্ষমতাসীন আওয়ামী লীগের জনসভা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়েছে অনেক আগেই। বুধবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে মূল মঞ্চ থেকে ঘোষণা দিয়ে জানানো হয় জনসভাস্থল পূর্ণ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, মূল জনসভাস্থলের জায়গা না থাকায় বাইরে আর এক জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসভা উপলক্ষে শাহবাগ, টিএসসি চত্বর, বাংলা একাডেমি এলাকা, হাইকোর্ট এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
কথা হয় জনসভাস্থলের বাইরে স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সাথে। গাজীপুরের কাপাশী এলাকা থেকে আগত যুবলীগের ওয়ার্ড সেক্রেটারি কাওছার জানান, তার এলাকা থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী এলাকায় এসেছেন।
তিনি জানান, ঐতিহাসিক এই জনসভাস্থলে প্রবেশ করতে না পারায় তার কোন আক্ষেপ নেই। তারা বাইরে থেকে জনসভায় সমর্থন দিয়ে যাবেন।
এমন কথা জানান টাঙ্গাইল এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, সবাইকে ভেতরে যেতে হবে এমনটা উচিত নয়। জনসভা শুধু ভেতরে হবে তা কেন, জনসভা সকল স্থানে হবে।
এদিকে জনসভাস্থলের বাইরে অনেক স্থানে দেখা গেছে- ভ্যানে, সিএনজিতে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছেন। সেই মাইককে কেন্দ্র করে নেতাকর্মীদের জটলা।
সরেজমিনে দেখা যায়, করপোরেশনের পানি প্রায় ৫টি কাভার ভ্যানে করে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিতরণ করছে। সুষ্ঠু পরিবেশে পানি বিতরণ করা হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের জটলা দেখে দেখে পানি বিতরণ করছে।