গাজীপুরে রাজেন্দ্রপুরের শালবনের ভিতরে একটি জুয়ার আসরে শনিবার রাতে অভিযান চালিয়ে আগুন দিয়ে ও ভেঙ্গে তা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মিয়া ও মোঃ জুবের আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার রাতে ওই অভিযান পরিচালনা করেন।
গাজীপুরের এনডিসি বি,এম, কুদরত -এ- খুদা জানান, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শালবনের ভিতরে অবৈধভাবে টিন দিয়ে বিশাল প্যান্ডেল তৈরী করে একটি জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মিয়া ও মোঃ জুবের আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার রাতে ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।
এসময় ওই আসর ভেঙ্গে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ী ও আসর পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতোপূর্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একাধিকবার একই এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র বারবার জুয়ার বসিয়ে তা পরিচালনা করছিল।
আজ রবিবার গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের জানান, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।