
“আমি দু:খিত তবে অনুরোধ থাকলো পুরো অনুষ্ঠানটি দেখার” মোশাররফ করিম।
প্রতিদিন কতো কিছুইনা ঘটে আমাদের চারপাশে। এমন অনেক ঘটনা যেগুলো সবসময়ই পীড়া দেয় এই সমাজের মানুষকে। যার রাশ বইছে প্রজন্ম ধরে। এমন ঘটনা সামাধানে করণীয় কি? এনিয়ে চ্যানেল ২৪ এর অনুষ্ঠান জাগো বাংলাদেশ। গেল শনিবার অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়। বিষয় ছিল, নারী নির্যাতন। অনুষ্ঠানের উপস্থাপক মোশাররফ করিম বলেছিলেন, “একটা মেয়ে তাঁর পছন্দমতো পোশাক পরবে না?
আচ্ছা পোশাক পরলেই যদি প্রবলেম হয়, তাহলে সাত বছরের মেয়েটির ক্ষেত্রে কী যুক্তি দেব? কোনো যুক্তি আছে?” তার এই বক্তব্যের খন্ডিত এই অংশ এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানাভাবে সমালোচনা করছেন অনেকে। নিজের এই বক্তব্যের জন্য ফেইসবুকে দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় এই টিভি অভিনেতা। যেখানে তিনি লিখেছেন “চ্যানেল ২৪ এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি”।
এবিষয়ে জাগো বাংলাদেশ অনুষ্ঠানের নির্মাতা আরিফ এ আহনাফ বক্তব্য, মোশাররফ করিমের বক্তব্যের আংশিক দেখেই ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। মোশাররফ করিম বলতে চেয়েছেন, নারীরা নির্যাতিত হলে শুধু পোশাককেই দোষ দেওয়া ঠিক নয়। এক্ষেত্র দায়ি মানসিক দৃষ্টিভঙ্গি। কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়নি বলেও মনে করেন তিনি। প্রতি সপ্তাহের শনিবার রাত সাড়ে ৮টায় জাগো বাংলাদেশ অনুষ্ঠানটি প্রচার করে চ্যানেল ২৪।