আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাপাসিয়ায় ৮ মার্চ দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় মহিলা সংস্থা কাপাসিয়া আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এম.পি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাকছুদুল ইসলাম,সদর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,আ: হাই, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
সভায় প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি’র কাছ থেকে একজন নারী ঋণ গ্রহীতাককে ২০,০০০/ টাকা ঋণ প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম তৌহিদুল ইসলাম জানান, চলতি মাসে ৪৭ জনকে সর্বমোট ৮,৮৯,৫০০/টাকা ঋণ প্রদান করা হয়।
রিমি এমপি বলেন, নারীদের প্রতি সকল অন্যায় থেকে বিরত থাকতে হবে।মেয়েদেরকে বাল্যবিবাহ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাজউদ্দীন আহমদ মানুষের জন্য হাসি মুখে মন শরীর ও সততা দিয়ে কাজ করেছেন। উনার মধ্য মানুষের ভালবাসার মূল্যবোধ ছিল। আমাদেরকে এমন একটি যুবসমাজ তৈরি করতে হবে যারা প্রত্যেকে দেশের জন্যে হাতিয়ার হয়ে কাজ করবে।