‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা’ এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, নাট্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তনে (নাট মন্দির) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
র্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তনে (নাট মন্দির) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি প্রমুখ।
এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। র্যালি শেষে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএআরআই’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গাজীপুর ক্যাম্পাসে র্যালি বের করে। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন অংশ নেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য নারী সহকর্মীদের উদ্দেশ্যে অভিব্যক্ত করেন, নারীর অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্যই আন্তর্জাতিক নারী দিবস। উন্নয়নের লক্ষ্যে নারীর অধিকার প্রতিষ্ঠা সমাজ, রাষ্ট্র ও পরিবারের উন্নয়নে তিনি নারীদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান।