
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আজ সোমবার বিকালে হেলিকপ্টারযোগে গাজীপুরে আসছেন।
রাষ্ট্রপতির দু’দিনের সফরে প্রথম দিন সোমবার ১৯৭১ সালের ১৯ মার্চ পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন। এবং সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার কারা সপ্তাহ উদ্বোধন ও ডুয়েটের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গাজীপুরে আসছেন।
রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, কমিটির সদস্যসচিব ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন।
![]() |
রাষ্ট্রপতি আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনময় |
![]() |
শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলের প্রস্তুতি |
জেলা প্রশাসক আরও জানান, আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসার কথা রয়েছে। তিনি আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।