আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ রায়েদ ইউনিয়ন শাখার উদ্যোগে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় রায়েদ স্কুল মাঠে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
সমাবেশের উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।
রায়েদ ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম সিকদার শ্যামল’র সভাপতিত্বে¡ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মুঞ্জু রায়েদ ইউপি চেয়ারম্যান আঃ হাই, রায়েদ ইউনিয়ন আ”লীগ সভাপতি শফিকুল হাকিম মোল্লা হিরণ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাদল, উপজেলা যুবলীগের সহসভাপতি এনামুল সরকার, সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, এম এ খালেক প্রমূখ।