
গাজীপুর অনলাইন: গাজীপুর মহানগরে বাহাদুরপুর রোভার পল্লীতে স্কুল ও কলেজে প্রায় সোয়া তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর মহানগরে বাহাদুরপুর রোভার পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন নির্মাণে ৭০ লাখ ৫০ হাজার টাকা এবং রোভার পল্লী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের জন্য ২ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য ডা. এ বি এম কাশেম মন্ডল প্রমুখ।