
গতবছরের মত এবারও ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করতে যাচ্ছে আজ। প্রায় ১০ কোটি টাকা বাজেটের এ অনুষ্ঠান করে আবারো দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তার নিজ নামে করা জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন মহানগরের মাধ্যমিক, উচ্চ- মাধ্যমিক ও স্নাতক শ্রেণির চার সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির প্রদানের মাধ্যমে দেশে-বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ করে দেবে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, ছাত্রজীবন থেকেই স্বপ্ন ছিল কখনো সুযোগ হলে এলাকার দরীদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করা তাদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়া। যে সব শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চ শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে না তাদের সুযোগ করে দেয়া। সেই ভাবনা বুকে ধারণ করেই সামনে পথ চলা শুরু হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে ট্রাফিক ব্যবস্থা জনবান্ধব করতে ৩১১ সদস্য বিশিষ্ট একটি “ট্রাফিক পুলিশ সহকারী” বাহিনী ইতিমধ্যে কাজ করছে।
![]() |
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম |
তিনি বলেন, ছাত্রজীবনে অনেক পরিকল্পনা থাকলেও গুছিয়ে তা করতে পারিনি। একজন ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই আমি আমার এলাকার ছাত্র-ছাত্রীদের দু.খ-দুর্দশা দেখে এসেছি। মহানগরের ৫৭ টি ওয়ার্ডে শিক্ষার্থীরা এই ফাউন্ডেশনে অগ্রাধিকার পাবে। এর মধ্যে প্রাথমিক অবস্থায় মেধা বিবেচনা করে ও অর্থনৈতিক ভাবে যারা দূর্বল এমন চার সহস্রাধিক শিক্ষার্থীকে চিহ্নিত করে তাদের লেখাপড়ার সকল খরচ ও শিক্ষা উপকরণ এই ফাউন্ডেশন থেকে দেওয়া হবে। তাদের চাকরি বা ব্যবসাসহ যেকোনো কর্মসংস্থানের জন্য এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানের আসন অলংকৃত করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এবং গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমত উল্লা খাঁন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: মোঃ হারুন আর রশিদ, ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: মোঃ আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: মোঃ গিয়াস উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক ড: দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ ও গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
![]() |
গতবছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান |
আজ ২৩শে মার্চ শুক্রবার গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে সারা দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকবে বিভিন্ন উপহার সামগ্রী, ল্যাপটপ, র্যাফেল ড্র, শিক্ষা পরামর্শ, দুপুরের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জেমস, চিরকুট ব্যান্ড, কর্নিয়া, লীজা প্রমুখ।