জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ডর’-এর ‘ভৌতিক গবেষক’ হিসেবে পরিচয় দেওয়া রাদবি রেজা ওরফে ‘টেরট বাবা’কে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।
২৮ ফেব্রুয়ারি, বুধবার রাতে রাদবিকে গ্রেফতার করা হয়।
২ মার্চ, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রেজা ওরফে টেরট বাবা ২০১৬ সালের অক্টোবর মাস থেকে এবিসি রেডিওর ‘ডর’ অনুষ্ঠানে যুক্ত হন। প্রথম দিকে সেই অনুষ্ঠানে শুধু ভূতের গল্প বলা হতো। পরবর্তী সময়ে অনুষ্ঠানটিতে মানুষের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য ‘টেরট কার্ড সেগমেন্ট’ নামে একটি বিষয় যুক্ত করেন। সেই অংশে রেজা মানুষের অতীত, বর্তমান ও ভবিষৎ বলে জ্বিন-ভূতের ভয় দেখাতেন। এর মাধ্যমে সহজ-সরল মানুষের কাছে আতর, মুক্তা, আংটি চড়া দামে বিক্রি করতেন তিনি।
সিআইডির এই কর্মকর্তা জানান, চড়া দামে পণ্য কিনে স্বাভাবিকভাবেই কারো কোনো উপকার হয়নি। প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী রেজার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেন। সেসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
![]() |
উদ্ধার করা মালামা |
এবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘ডর’ উপস্থাপনা করত রেডিও জকি (আরজে) কিবরিয়া। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে সিআইডির পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতার রেজাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যদি আরজে কিবরিয়ার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এই বিষয়ে আরজে কিবরিয়া বলেন, ‘ভালো সুযোগ-সুবিধা পেয়ে আমি গত বছরের ডিসেম্বর মাসেই এবিসি রেডিও ছেড়ে দিয়েছি। এখন অন্য একটি রেডিওতে আমি ভালো সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছি। আর রেজার এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’