গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক মো.আল-আমিন (২৪) এর বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধর্ষিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ঘটনার পর থেকে ধর্ষক প্রেমিক পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া পাছর এলাকার ইকবাল হোসেনের ছেলে টঙ্গী সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র মো.আল-আমিন এবং একই কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের এক ছাত্রী (২১) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক আল-আমিন মেয়েরটির সাথে শারিরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার (ওসি) মো. কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।