গাজীপুরের টঙ্গী থানাধীন সাতাইশ তিলারঘাতী এলাকার একটি আবাসিক ভবন থেকে ১০ হাজার ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং সাত জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত রবিবার মধ্যরাতে তিলারঘাতি এলাকার আবাসিক ভবনের ৫ম তলার ৫০৬নং রুম থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারসহ ৭ জনকে হাতে নাতে আটক করেন।
আটককৃতরা হলেন, রহমত উল্লাহ(৫৩), পিতা মৃত সৈয়দ আলম। সালামত উল্লাহ (৫০), পিতা মৃত সৈয়দ আলম। আয়শা খাতুন(৫০), স্বামী কামাল হোসেন। তারা তিনজনেই কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা। জাহেদা বেগম(২০), একই জেলার ডেইলপাড়া কবির আহমেদ এর মেয়ে। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানাধীন পাথর ডুবি জোড়া পুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে, আবদুস সামাদ সুজন(২২)। মো. ইউসুফ আলী(৩৬), যশোর জেলার জিকুর গাছা এলাকার রামপুর মোড়ল বারি গ্রামের বাসিন্দা মৃত মোখলেছুর রহমান এর ছেলে। আহমেদ হোসাইন (৪৩), পিতা আবু সুফিয়ান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকার নলব নিয়া চুমতী গ্রামের স্থায়ী বাসিন্দা ও গাজীপুরের তিলারঘাতি ২৭ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু রেজা ও মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে তিলারঘাতি এলাকার হাজী এ.এইচ ইউসুফ এর বাড়ি হোল্ডি নং- ২৭ করিডোর আবাসিক ভবনের ৫তলা ৫০৬ নং রুম থেকে ইয়াবা কেনাবেচা করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ১০ হাজার ১০০ পিছ ইয়াবার বাজার মূল্য ৩০ লক্ষ ৩০ হাজার টাকা ও ১কেজি ১০গ্রাম ওজন বিশিষ্ট মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট মাদক নিয়ন্ত্রণ কার্যালয় গাজীপুরের হেফাজতে রয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে ৩৫/১৮০ মামলায় ১৯৯০ সনের নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১)এর ৯(খ) ধারায় ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।