
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকা থেকে ৬৭০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কেওয়া মুন্সীবাড়ীর রনি মুন্সী (৩৫)- শাহীন (২৮) দম্পতি।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের সংরক্ষণে থাকা ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম রাসেল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা শ্রীপুর রোডের কেওয়া এলাকায় তাদের ব্যবহৃত প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৭০ পিস ও বাসায় তল্লাশী চালিয়ে আরও চার’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পরিচালক জানান, এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।