হামলাকারীকে মারধর না করার কথা বলে মুহম্মদ জাফর ইকবাল বলেন "ছেলেটা কই, ওকে তোমরা মারধর করো না"।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
শনিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বৃত্ত তাঁর মাথার পিছন দিকে ছুরি দিয়ে আঘাত করে। তারপর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে র্যাব-৯ এর হাতে তুলে দেওয়ার পর তাকে সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ৯টা ৫০ মিনিটে জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।