গাজীপুরের শ্রীপুর থেকে বিদেশী একটি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু ও তার সহযোগী যুবলীগ নেতা শাওনাকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে মিজাপুরের মাস্টার বাড়ি থেকে আটক করা হয় তাদের। পরে শ্রীপুরে জিকুর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ চার রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত জাকিরুল হাসান জিকু(৩৫) শ্রীপুরের রতন মিয়ার পুত্র। জানা যায়, তাদের বাড়িতে অস্ত্র ও মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানকালে জিকুর বাড়ি থেকে বিদেশী একটি পিস্তল,চার রাউন্ড গুলি ও কিছু মাদক পাওয়া গেলেও শাওন আকন্দের বাড়িতে মাদক কিংবা অন্য কিছু পাওয়া যায়নি।
জাকিরুল হাসান জিকু এবং শাওনা আকন্দ গ্রেফতারের কোন তথ্য তাঁর জানা নেই বলে জানান শ্রীপুর থানার ওসি মো.আসাদুজ্জামন।