
চার জাতির জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ফুটবলে স্বাগতিক হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
১ এপ্রিল, রবিবার সিউ সাই ওয়াংয়ে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তহুরা-আনুচিংরা।
দলকে শিরোপা জেতানোর এই ম্যাচে হ্যাটট্রিক করেছে তহুরা। শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। একটি করে গোলের দেখা পেয়েছেন সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং। এই ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে বাংলাদেশ।
টুর্নামেন্টের তিনটি ম্যাচেই বাংলাদেশ জিতেছে বিশাল ব্যবধানে। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১০-১ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইরান এক গোল দিলেও হজম করেছে আট গোল। শেষ ম্যাচেও বাংলাদেশের কিশোরীদের কাছে পাত্তা পায়নি হংকং।
চার জাতির এই টুর্নামেন্টে যে চার দেশ অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সবার নিচে। র্যাংকিংয়ের ১০২ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে মালয়েশিয়া। ৪৪ ধাপ এগিয়ে ইরান, হংকং ৩১ ধাপ। কিন্তু জয়ের মুকুট উঠেছে বাংলাদেশের মেয়েদের মাথাতেই।